২১টি মামলার পলাতক আসামি মো. তোফাজ্জল হোসেনকে(৬২)গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।সোমবার(৫ সেপ্টেম্বর)রাতে ঢাকার রামপুরা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মো. তোফাজ্জল হোসেন(৬২),শেরপুর জেলার শেরপুর সদর থানার চরখার চর সাত নম্বর ওয়ার্ড মন্ডল বাড়ির সুরুজ আলীর ছেলে।
ডবলমুরিং মডেল থানায় উপ পরিদর্শক(এসআই)আহলাদ ইবনে জামিল জানান,নগরের আগ্রাবাদ মেসার্স চট্টলা বোরিং এর মালিক ছিলেন গ্রেফতার তোফাজ্জল হোসেন।প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন লোকজনের নিকট থেকে টাকা গ্রহণ করে চেক প্রদান করতেন তিনি।চেক ডিজঅনার মামলায় ২১ টি গ্রেফতারি পরোয়ানা ছিল তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।সোমবার রাত সাড়ে আটটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় ২১ মামলায় পলাতক আসামি তোফাজ্জল হোসেনকে ঢাকার রামপুরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।তাকে আদালতে পাঠানো হয়েছে।