ঝিনাইদহ জেলা প্রতিনিধি-শারমিন আরা: গ্রীষ্মকালীন পেঁয়াজ ও রোপা আমন (উফশী)
ধান এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে ২৪’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ ও ধান বীজ এবং
সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে
পেঁয়াজ ও ধান বীজ এবং সার বিতরণ করা হয়।
কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার
রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্ঠি চন্দ্র রায়,
উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার
মুহাম্মদ জুনাইদ হাবীব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কৃষি বিভাগ জানায়, চলতি খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায়
সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি
পৌরসভার ২ হাজার ৪’শ কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে উন্নত জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি ২০ কেজি।
এছাড়া উন্নত জাতের রোপা আমন (উফশী) ধান ৫ কেজি করে, ডিএপি সার ১০ কেজি, এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়।