মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ-ভারত মৈত্রী অটুট থাকুক” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরা জেলা শাখা আয়োজিত আলোচনা সভা,
মঙ্গলবার (২৩ মার্চ-২০২১) সন্ধ্যায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক বাবু বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে ও বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট আল মাহমুদ পলাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.ওসমান গনি, সাতক্ষীরা ল কলেজের অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা অরুন ব্যানার্জি, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির জেলা যুগ্ন-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, জাসদের জেলা সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, বাসদের জেলা সংগঠক এড.খগেন্দ্র নাথ ঘোষ, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের জেলা যুগ্ন-সাধারণ সম্পাদক আহসান হাবিব, আইনজীবী প্রাতিষ্ঠানিক শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড.পঙ্কজ সরকার, ডাঃ আব্দুর রহমান হাবিব, প্রভাষক কিংকর মন্ডল, ব্যাংকার ইমাম হোসেন, ডাঃ শামছুজ্জামান,এড. সুনীল ঘোষ,
মনোরঞ্জন বন্ধোপধ্যায়, নজরুল ইসলাম, কেয়াম উদ্দীন গাজি, নাজমা খাতুন, মনিরা খাতুন, সিরাজুল ইসলাম, মন্টু দাস, আবু রায়হান, বাচ্চু রহমান প্রমুখ।
বক্তারা বলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করতে চেয়েছিল পাকিস্তানী হায়নারা ও তাদের দোশররা, সেই নীল নক্সায় ২৫ মার্চের কালো রাত্রিতে বর্বরাচিত হত্যাযজ্ঞ চালিয়ে নিরীহ ও নিরস্ত্র বঙালীদেরকে গণহত্যা করে।
Leave a Reply