মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি: মুক্তির দিগন্তে হোক চীর অবাবিত শোচিত বঞ্চিত ও নিপীড়িত মেহনতি মানুষের বিজয় সুনিশ্চিত
২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে এক আলোচনা সভা, রাজশাহী জিরো পয়েন্টে প্রেসক্লাব মিলনায়তনে, আয়োজনে, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ।২৫মার্চ কাল রাত্রে রাজশাহীতে যারা শহীদ হয়েছিলেন, রক্তজ্ঞানের রক্তের আহ্বান. শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ শহীদের রক্ত বৃথা যেতে দেব না, আমরা তোমাদের ভুলবো না ভুলি নাই, শহীদ আফজাল হোসেন, শহীদ দেওয়ান সিদ্দিক, শহীদ আব্দুল হক, শহীদ আব্দুর রাজ্জাক সহ অসংখ্য নাম না জানা মুক্তিকামি জনতা যাদের মধ্যে প্রথম পাঁচজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা অন্যতম এ এইচ এম কামরুজ্জামান এর বন্ধু অ্যাডভোকেট আব্দুল সালাম পরিবারের সদস্য, একাত্তরের ২৫ মার্চ কাল রাত্রে বর্বরী তো পাকিস্তান হানাদা বাহিনী অপারেশনের সার্চলাইট নামে সশস্ত্র আক্রমণের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজার বাগ পুলিশ লাইন ঢাকা, রেল স্টেশন সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা বিভিন্ন বস্তি সহ সারাদেশে জেলা উপজেলা বিভাগীয় শহরগুলোতে ঘুমন্ত নারী শিশু বৃদ্ধ ছাত্র শিক্ষক দের হত্যা করেন, বস্তিগুলোতে আগুন জ্বালিয়ে দেয় গুলি গ্রেনে বেই নেট নরকীয় হত্যা চালায়, কোন যুদ্ধ ঘোষণা না করেই রাতের আঁধারে অপারেশনে সাত লাইট মিশন ছিল মানুষের নির্বিচারে মানুষকে হত্যা শুরু করে ২৫ শে মার্চ কাল রাত্রে বাহিনী এ গণহত্যায় আমরা বাংলাদেশে মা মাটি মানুষের ও বিশ্ববাসীকেপ্রতি পালন করার জন্য জাতীয়ভাবে দাবি করি। রক্তক্ষয় নয় মাসের স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ প্রাণের আত্মত্যাগের ও দুই থেকে তিন লক্ষ মা বোনের সম্ভ্রম্ভের বিনিময়ে আজকে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব স্বাদ গ্রহণ করছি, তারপর পরবর্তীতে যারা রাজাকার আল বদর এই দেশকে চক্রি মহলের দিকে ফেলে দিচ্ছিল ঠিক তখনই জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে অগ্র উন্নয়নের চলছে ঠিক তখনই কিছু বাধা প্রাপ্ত দিচ্ছে রাজাকার আল বদর আল শাম এখনো দেশে আছে তাই এদেরকে প্রতিহত করে, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যই আমাদের লক্ষ্য। মুক্তিযুদ্ধের চেতনায় ভুলি নাই ভুলবো না মুক্তিযুদ্ধের আলো ঘরে ঘরে জ্বালাও। গণতন্ত্রসহ দেশকে রক্ষা সকল আন্দোলনের সংগ্রামে মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি বীর মুক্তিযোদ্ধা গড়ে তোল গড়ে তোল একতা।