বাংলাদেশ হস্তেশিল্প এসোসিয়েশন এপ্রিলের ২০ তারিখ থেকে ২৭ এপ্রিল আজ বুধবার পর্যন্ত বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশন BHA এর সভাপতি জনাব আজিজুর রহমান আজিজের উদ্যেগে ২৭টি জেলার ৩০০টি পরিবারের মাঝে ঈদ উপহার প্যাকেট ও বস্ত্র বিতরণ করেছে।
প্রতিটি প্যাকেটে চাউল,তেল,চিনি,সেমাই,পেয়াজ,আলু নিয়ে ৬ টি আইটেম ছিলো।বস্রঃ শাড়ি,লুঙ্গি, থ্রি পিস, বেবি ড্রেস, বোরকা ও পাঞ্জাবি।
যেই সব জেলায় সহযোগিতা দেওয়া হয়ঃ ঢাকা,চট্টগ্রাম,ফেনী,কুমিল্লা,মানিকগঞ্জ,চাঁদপুর,নরসিংদী,গাজীপুর,গাইবান্ধা,নেত্রকোণা,কুষ্টিয়া,খুলনা,যশোর,মাগুরা,বাগেরহাট,ঝিনাইদহ-,রংপুর,রাজশাহী,বগুড়া,ঠাকুরগাঁও,ময়মনসিংহ,লালমনিরহাট,দিনাজপুর,পঞ্চগড়,চাঁপাইনবাবগঞ্জ,নারায়ণগঞ্জ, লক্ষীপুর।
এতে আর্থিক সহযোগিতা করেছেন বাংলাদেশ হস্তশিল্প এসোসিয়েশনের ৬৪ জেলা ও প্রবাসী উদ্যােক্তা বৃন্দ। এটি একটি উদ্যােক্তা সৃষ্টি ও মানবিক সংগঠন।