ঝিনাইদহ জেলা প্রতিনিধি শারমীন আরা: ঝিনাইদহ সদর থানাধীন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( ঝিনাইদহ ক্যাম্পাস) এর সামনে চুয়াডাঙ্গা টু ঝিনাইদহ গামী পাকা রাস্তার উপর থেকে ৩৩ বোতল ফেনসিডিলসহ
মো: আসিফ হাসান নামের এক মাদক কারবারি আ-ট-ক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১১ মার্চ) রাত ৯ টার দিকে তাকে আটক করা হয়। আ-ট-ক-কৃ-ত : আসিফ হাসান চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা বাজার আমিনির হাসানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান,
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি পরিবহনে মাদক কারবারিরা ফেনসিডিল নিয়ে যাচ্ছে।
সেসময় আমাদের একটি আভিযানিক দল সেখানে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি করে ৩৩ বোতল ফেনসিডিলসহ এক মা–;ক কারবারিকে আটক করে। আ-ট-ক-কৃ;ত ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মা-ম/লা দায়ের করা হয়েছে।