চাঁদপুর টাইমস, ভোরের সময়, ফরিদগঞ্জ সংবাদ, চাঁদপুর কন্ঠ, দৈনিক শপথ নামের স্থানীয় ও অনলাইন নিউজ পোর্টাল সমূহে সোমবার (২ জুলাই) ‘ফরিদগঞ্জ টিসিবি কার্ড বিতরনে ইউপি চেয়ারম্যানের চালবাজি’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদে টিসিবি কার্ডের অনিয়মের নামে মিথ্যা অভিযোগ তুলে ধরা হয়েছে আমার বিরুদ্ধে। এতে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। আমার মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। প্রকাশিত সংবাদটিতে বলা হয়েছে, টিসিবির কার্ড নিয়ে আমি চালবাজি করেছি।
প্রকৃত সত্য হলো, এসব অনিয়মের সঙ্গে আমি কোনভাবেই সম্পৃক্ত নই। বরং একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার সত্যিকার অর্থে যারা টিসিবির কার্ড প্রাপ্য তাদের জন্য সাধ্যমতো কাজ করে যাচ্ছি। এটি এলাকার সব সচেতন মানুষই জানেন। এলাকার কিছু কুচক্রী মহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন সময় বিভিন্নধরনের অপপ্রচার চালাচ্ছে। আমার সুনাম রক্ষার্থে এলাকার শিক্ষিত ও সচেতন জনগন এর প্রতিবাদ জানাচ্ছে। যেহেতু আমি একজন জনপ্রতিনিধি তাই এলাকার নানা লোকজনের বিচার-সালিশ ও মাদকের বিরুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করি এতে ঐ কুচক্রী মহল কারও কাছ থেকে টাকা নিয়ে পক্ষপাতিত্বের বিচার করতে পারে না আর মাদকের বিস্তারও প্রসারিত করতে পারছে না। তাই আমাকে বেকায়দায় ফেলতে এই কুচক্রী মহল এই সংবাদ সমূহ স্থানীয় এবং অনলাইন কিছু সাংবাদিকদের ব্যবহার করে প্রকাশ করিয়েছে। উপরোক্ত প্রতিবাদে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
আমি এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি এ ধরনের বানোয়াট সংবাদ ভবিষ্যতে প্রচার না করার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ বেলায়েত হোসেন
চেয়ারম্যান
৩ নং সুবিদপুর (পূর্ব) ইউনিয়ন পরিষদ
ফরিদগঞ্জ, চাঁদপুর।