সম্পদের লোভে মাদক-অস্ত্র দিয়ে ফাঁসাতে চেয়েছিলেন প্রথম স্ত্রী ও সন্তানকে। তিন লাখ টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ী আবুল হোসেনকে ঠিক করেন স্বামী মো. ইউসুফ ও দ্বিতীয় স্ত্রী কোহিনুর। পরিকল্পনা অনুযায়ী নাটক সাজালেও শেষ রক্ষা হয়নি আবুলের। অন্যদের ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ৬ মামলার আসামি আবুল হোসেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে আবুল হোসেনকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটারগান, একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও ২ হাজার ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তবে মাদক-অস্ত্র নাটক পরিকল্পনার মূল হোতা ইউসুফ ও দ্বিতীয় স্ত্রী কোহিনুর পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) র্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।