গাইবান্ধা জেলা ব্যুরো প্রধান,রানা ইস্কান্দার রহমান:
গাইবান্ধা জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫২ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ আলী(৩৪) ও পাঁচ গ্রাম হেরোইনসহ কমলচন্দ্র দাস(৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মোহাম্মদ আলী গাইবান্ধা পৌরসভার সুখনগর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।
কমলচন্দ্র সাদুল্লাপুর উপজেলার দশালিয়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র দাসের ছেলে।
জেলা গোয়েন্দা বিভাগের ওসি মোখলেছুর রহমান সরকার বিষটি নিশ্চিত করে জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার কৃত দের জেল হাজতে পাঠানো হয়।