মোঃ সুজন আহাম্মেদ ক্রাইম রিপোর্টারঃ
বাংলাদেশে ৬০ লক্ষ শিশু আছে, যাদের কোনকিছুর অভাব নেই, কিন্তু ভবিষ্যত অন্ধকার। তারা ঠিকমতো নিজেদের আবেগ-অনুভূতি প্রকাশ করতে পারে না।
তাদের মনোযোগ কম, মেজাজ খিটখিটে।
তাদের পড়াশোনায় মনোযোগ নেই।
তারা শুধু একটা জিনিস চায়, সেটা হলো মোবাইল ফোন। মোবাইল ফোন পেলে তারা দিন দুনিয়া ভুলে যায়। তারা ডিজিটাল এ্যাডিকশনে আক্রান্ত।
আপনার শিশু যেন এমন না হয় সেজন্যে এখন থেকেই সাবধান হোন।
তাকে মোবাইল ফোনের বদলে দিন এমন কিছু যা তার অবসর সময় সুন্দর করবে, মেধা বিকাশে সাহায্য করবে।