বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধ প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে তিন দফায় আটক ৬১ ভারতীয় জেলেকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
আদালতের নির্দেশে মুক্তিপ্রাপ্ত এসব জেলেকে ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে তুলে দেন বাগেরহাট কারা কর্তৃপক্ষ। এর পরপরই ভারতীয় এসব জেলে আটকের সময় যে ফিশিং ট্রলারে ছিল, তাতে করে নৌপথে ভারতে পুশব্যাক করতে বাগেরহাটের মোংলায় নিয়ে যাওয়া হয়েছে।
বাগেরহাট কারাগারের জেলার একে এ এম মাসুম জানান, তিন দফায় আটক ৬১ ভারতীয় জেলে এতদিন বাগেরহাট কারাগারে আটক ছিলেন। আটক এসব জেলে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে বিচারক তাদের মুক্তির আদেশ দেন।
মোংলা থানা পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টায় জানায়, সন্ধ্যায় কোস্টগার্ডের মাধ্যমে ফিশিং ট্রলারের করে নৌপথে ভারতে পুশব্যাক করতে মোংলায় নিয়ে আসা হয়েছে। মুক্তি পাওয়া এসব জেলেদের ৪টি ফিশিং ট্রলার কিছুটা মেরামত করার পর দ্রুত সময়ের মধ্যে তাদের ভারতে পুশব্যাক করা হবে বলে জানান মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী।
Leave a Reply