ফয়জুল্লাহ স্বাধীন, স্টাফ রিপোর্টার :ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ৭ নং ওয়ার্ড কৃষক দলের পক্ষ থেকে এলাকার শতাধিক লোক নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার ৭ নং ওয়ার্ডের ডুইপ আবাসিক এলাকায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করে এলাকার সর্বস্তরের জনগণের সাথে ইফতার করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জিয়াউর রহমান বলেন – কৃষক দল সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছে। অসহায় দরিদ্র ও সর্বস্তরের মানুষকে নিয়ে তারা আজকে ইফতারের আয়োজন করেছে। এটি একটি মহতী উদ্যোগ। আশা করি কৃষক দল আগামীতেও মানুষের সুখে দুঃখে পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে মিরপুর থানা কৃষক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন- দীর্ঘ ১৭ বছর এত শান্তিপূর্ণভাবে আমরা মানুষের সাথে সুখ দুঃখ ভাগাভাগি করতে পারেনি। শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এবং তাদের সেবার মাধ্যমে আমরা কৃষক দল এগিয়ে যাচ্ছি।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মিরপুর থানা কৃষকদলের যুগ্ন আহবায়ক পারভেজ গাজী।তিনি তার বক্তব্যে বলেন -দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি। লুকিয়ে লুকিয়ে ইফতার করেছি এবং মানুষের সেবা করেছি।ইনশাল্লাহ তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি।
উল্লেখ্য সকলের সাথে ইফতার করতে পেরে কৃষক দলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।