মেহেদী হাসান বাপ্পী স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ অটোরিক্সাসহ ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে। রোববার (২ নভেম্বর) রাতে টহল পুলিশের দল স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করে। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান জানান, আটক দুই চোর অটো চুরি করে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে। আটককৃত হলো কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আমেরতল গ্রামের ভুট্টো মিয়ার ছেলে রিপন (২২)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার ফরহাদ চেয়ারম্যানের বাসার ভাড়াটিয়া বলে জানান। অপরজন হলো কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী গ্রামের আসলাম মিয়ার ছেলে মো. রবিন হোসেন (৩০)। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে এসআই রাহাদুজ্জামান জানিয়েছেন।