
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি:-
অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার (১২ জানুয়ারি) বিকাল পাঁচটায় নগরীর লেকসিটি হাউজিং সোসাইটিতে অবস্থিত ‘অধিকার বঞ্চিত শিশু পাঠশালা’র সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক স. ম. জিয়াউর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট শরিফুল কবির বিজন।
বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন মোল্লা, ফেনী জেলা সমন্বয়ক কাউসার শরিফ নয়ন, চট্টগ্রাম ইউনিট লিডার মোহাম্মদ ফোরকান আলী, উপদেষ্টা আয়েশা সিদ্দিকা কেয়া, খুরশিদা খানম ও মনিরা আক্তার রুনা।
এছাড়াও বক্তব্য রাখেন অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সুলতানা রাজিয়া, সদস্য নুরজাহান আক্তার পান্না, গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ এমরান এবং সদস্য (অর্থ ও হিসাব) মো. আক্তার হোসেন শাকিল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শরিফুল কবির বিজন বলেন, “শিশুদের মেধা বিকাশ ও শিক্ষিত জাতি গঠনে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ ফেনী ও রাঙ্গামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনটি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
তিনি আরও বলেন, “সুবিধাবঞ্চিত শিশুরা যদি উপযুক্ত পরিচর্যা ও সহায়তা পায়, তবে তারাও অন্য সব শিশুর মতোই নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, চট্টগ্রামে অনেক বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তি রয়েছেন। তারা যদি অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের শিক্ষা ও মানবিক কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করতে পারবে।