নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী গোদাগাড়ী উপজেলার ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বলেন। অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল দেশ বাসিকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা বলেন, সেই সাথে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
সকল জাতির প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, বাঙ্গালিই একমাত্র জাতি যাঁরা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছেন।তিনি বাংলা ভাষার প্রতি গর্ববোধ করে জানান এই ভেবে যে, একুশ ফেব্রুয়ারী বাঙালির চেতনায় সদা জাগ্রত। আজ তাই সব পথ মিশে গেছে শহীদ মিনারের বেদিতে। শুধু কেন্দ্রীয় শহীদ মিনার নয় , দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সব শহীদ মিনারে ফুলেল ভালোবাসা জানিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে ভাষা শহীদদের। তাই একুশে ফেব্রুয়ারী এখন আর এককভাবে আমাদের সম্পদ নয়, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সকল ভাষাভাষীর প্রেরণার উৎসও।
সকল দেশবাসির প্রতি মঙ্গল কামনা করে বাংলা ভাষার প্রচার ও প্রসার ঘটানোর জন্য অনুরোধ করেছেন। সেই সাথে ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহেল রানা চেয়ারম্যান মোঃ সোহেল রানা বলেন এ চেতনাকে ধারণ করে পৃথিবীর নানা ভাষাভাষী মানুষের সঙ্গে নিবিড় যোগসূত্র স্থাপন করতে হবে। আর ৬ নং মাটিকাটা ইউপি চেয়ারম্যান মোঃ সোহেল রানা তার বাণীতে মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।