
নিজস্ব প্রতিবেদক:- আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন লেখক, সাংবাদিক, কলামিস্ট, সংগঠক ও মানবাধিকারকর্মী লায়ন ড. এ জেড এম মাইনুল ইসলাম পলাশ।
ড. মাইনুল ইসলাম বর্তমানে দৈনিক ক্রাইম প্রতিদিন-এর সম্পাদক এবং দৈনিক স্বদেশ বিচিত্রা-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি অপরাধ মুক্ত বাংলাদেশ চাই সংগঠনের চেয়ারম্যানসহ বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার রক্ষা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে লায়ন ড. মাইনুল ইসলামের দীর্ঘদিনের অভিজ্ঞতা সংগঠনের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে সহায়ক হবে।
এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. মাইনুল ইসলাম বলেন, “এই দায়িত্বকে আমি সম্মান ও কর্তব্য হিসেবে গ্রহণ করেছি। সমাজের প্রান্তিক ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা পৌঁছে দিতে কাজ করে যেতে চাই।”
উল্লেখ্য, আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে নিপীড়িত ও বিচারবঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা প্রদানসহ মানবাধিকার সুরক্ষায় কাজ করে আসছে।