মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন থেকে লাগেজভর্তি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে রেলওয়ে গোয়েন্দা পুলিশ (জিআরপি)।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার খেতামারা গ্রামের আক্কাস আলীর ছেলে আয়াত আলী (২৬) এবং ঢাকার উত্তর শাহজাহানপুর এলাকার আব্দুর রহমানের ছেলে সাগর (২৫)।
১ ডিসেম্বর ২০২৫ মধ্যরাতে আখাউড়া রেল সেকশনের আজমপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেন পৌঁছালে জিআরপি সদস্যরা সন্দেহজনকভাবে তাদের আটক করে। পরে তাদের বহন করা লাগেজ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আখাউড়া রেলওয়ে গোয়েন্দা পুলিশ।