
মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আখাউড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার মোগড়া ক্যামব্রিয়ান কলেজ মিলনায়তনে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে এবং ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব খন্দকার মো. বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মুসলিম উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য নাছির উদ্দিন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন ও জেলা বিএনপির সদস্য হানিফ খন্দকার। এছাড়া ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মকবুল হোসেন, ডা. শহিদুল হক, ডা. জহিরুল ইসলাম ও ডা. হিমেল খানসহ ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
আয়োজকরা জানান, ক্যাম্পে দুই হাজারেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়েছে।