মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার মাতৃজগত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের মাত্র দুই সপ্তাহের মাথায় মোছা. সুমাইয়া আক্তার লিজা (২২) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উত্তর মিনারকোট গ্রামে পিত্রালয়ের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটে। ঘটনার সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা লিজাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত লিজা ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। দুই সপ্তাহ আগে উত্তর ইউপির আজমপুর গ্রামের মুন্না মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ ও মানসিক চাপে ভুগছিলেন বলে দাবি করেছে প্রতিবেশীরা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
এ ঘটনার পর এলাকায় শোক ও রহস্যজনক মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠে এসেছে।