
মোঃ রাশেদ আল শাহরিয়া (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া ১০ নভেম্বর ২০২৫ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের দেবগ্রামে পারিবারিক অশান্তির জেরে মোছা. মনোয়ারা বেগম (বয়স জানা যায়নি) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। নিহত মনোয়ারা বেগম দেবগ্রাম এলাকায় ভাড়া থাকতেন। তার স্বামী মো. কামাল মিয়া পেশায় একজন শ্রমিক বলে জানা গেছে। তাদের স্থায়ী ঠিকানা ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফুলপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গতকাল রাতে মনোয়ারা বেগম ক্ষোভে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে আসে।