মোঃ রাশেদ আল শাহরিয়া স্টাফ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুবলীগ নেতা ও সাংবাদিক মোঃ শাহাব উদ্দিন (৪০)–কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর ২০২৪) দায়ের হওয়া মামলার তদন্তের অংশ হিসেবে কোয়ালিটি অ্যারেস্টের মাধ্যমে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে আখাউড়া থানা পুলিশ।
গ্রেফতার মোঃ শাহাব উদ্দিন আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন এবং তিনি আখাউড়া উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। তিনি নারায়নপুর গ্রামের বাসিন্দা মোঃ ইয়াছিন মিয়ার ছেলে।
আখাউড়া থানায় দায়েরকৃত মামলা নং–১৫/২৩৪, তাং–১২/১১/২০২৪–এর ভিত্তিতে পুলিশ জানায়, মামলাটি পেনাল কোডের বিভিন্ন ধারা—১৪৩, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪৪৮, ৩৮৪, ৩৮৬, ৪৩৫, ৪৩৬, ৪২৭, ৫০৬, ১১৪/৩৪—সহ Explosive Substances Act, 1908–এর 3/5/6 ধারায় তদন্তাধীন রয়েছে। এসব অভিযোগের তদন্ত চলমান, এবং তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারের ঘটনায় স্থানীয় মহলে নানান আলোচনা চলছে এবং অনেকেই বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।