জাহাঙ্গীর আলম ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া), ১১ নভেম্বর ২০২৫: আখাউড়া থানায় আজ সোমবার সকালে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে সভাপতিত্ব করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ছমিউদ্দিন। এ সময় থানার অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। প্যারেডে আখাউড়া পৌরসভা ও উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল দফাদার ও চৌকিদারদের উপস্থিতি নিশ্চিত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী চৌকিদার ও দফাদারদের পুলিশি কার্যক্রমে সহযোগিতা এবং নিজ নিজ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান ওসি মোঃ ছমিউদ্দিন। তিনি বলেন, “চৌকিদাররা মাঠপর্যায়ে জনগণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেন। আপনারা জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন, যাতে এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা যায়।” ওসি আরও বলেন, থানার আওতাধীন এলাকায় যদি কোথাও চুরি, ডাকাতি, ছিনতাই, বাল্যবিবাহ, জুয়া বা মাদক সংক্রান্ত কোনো কর্মকাণ্ড ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দফাদার ও চৌকিদারদের তা থানায় জানাতে হবে। এতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। তিনি উপস্থিত চৌকিদার ও দফাদারদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন, “আপনাদের তথ্যই অনেক সময় বড় অপরাধ দমন ও আসামি গ্রেফতারের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়।” এছাড়া, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে পুলিশের সহায়তা করার নির্দেশনাও দেওয়া হয়। প্যারেডে অংশ নেওয়া চৌকিদাররা ওসির বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন। ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, “পুলিশ একা নয়—জনগণের সহযোগিতাই প্রকৃত শক্তি। জনগণের সঙ্গে চৌকিদারদের সরাসরি যোগাযোগ থাকায় আপনাদের মাধ্যমেই আমরা অনেক তথ্য পাই। তাই সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করুন।” অবশেষে ওসি সকল চৌকিদার ও দফাদারদের নিয়মিতভাবে প্যারেডে অংশগ্রহণ, দায়িত্বশীল আচরণ ও জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্ব আরোপ করেন।