
মোঃ বাবুল স্টাফ রিপোর্টার প্রথমটিঃ- ময়মনসিংহ সিটির ব্রাক্ষপল্লী এলাকার জারিফ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ৬ তালার আবাসিক বিল্ডিংয়ে লিলি বেগম (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার। দ্বিতীয়টিঃ- ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীর বাজার সংলগ্ন ধলাইমান গ্রামে রেললাইনের পাশে ধানক্ষেতে এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুম মুক্তিযোদ্ধা চানতারার বাড়ির পাশেই মরদেহটি পাওয়া যায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর,প্যান্ট-গেঞ্জি পরিহিত। তৃতীয়টিঃ- সাত সন্তানের মায়ের আত্মহত্যা। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের হালিউড়া (উত্তরপাড়া) গ্রামের সাইদুল ইসলাম এর স্ত্রী আসমা খাতুন (৫৫)গতরাতে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। পরিবারের বক্তব্য মহিলা মান’সিক রোগী ছিল। নান্দাইল মডেল থানার পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নিয়ে গেছে।