সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন
ঘোষনা
গলাচিপায় আমরানের মৃত্যুর ঘটনায় উত্তাল ছাত্র সমাজ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর(পূর্ব)ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বিসিকের উদ্যোগে ‘মধু মেলা ও বাংলাদেশের মৌচাষ উন্নয়ন সম্পর্কিত সেমিনার’ অনুষ্ঠিত। মধুপুরের গরমবাজারে এডভোকেট মোহাম্মদ আলীর গরম বক্তব্য প্রদান নালিতাবাড়ীতে নানার বিরুদ্ধে প্রতিবন্ধী নাতনি ধর্ষণের অভিযোগ, নাতনি চার মাসের অন্তঃসত্ত্বা – নানা পলাতক চীনা নাগরিকের ছিনতাই হওয়া টাকা উদ্ধার রূপনগরে নতুন পানির পাম্প উদ্বোধন জামালপুরে স্বচ্ছ নিয়োগে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেল ৩২ জন ডিমলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ নুরের ওপর হামলার প্রতিবাদে ও জাপা নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি – আমিনুল হক গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে ৫০ হাজারের বেশি নকল সিগারেট উদ্ধার শ্রীপুরে, ৪ দফায় পুলিশের গাড়িতে হামলা করে, শীর্ষ সন্ত্রাসী মোঃ সুমন মিয়া’কে ছিনিয়ে নিল তার সহযোগীরা দুর্বৃত্তরা। অপরাধীর অপরাধের সর্গরাজ্য ধ্বংস করার জন্য কলমই সর্বশ্রেষ্ঠ অস্ত্র। টাঙ্গাইলে প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গোপালপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি পরিচিতি ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত বেলকুচিতে ইসলাম ধর্ম অবমাননাকারী নাস্তিকদের শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত গলাচিপায় খাল থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ ১জন গ্রেফতার হাজীগঞ্জে কাবার ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের, আহত আরও একজন

আটক বানিজ্যের শির্ষে কে এই রাজপাড়া থানার এএসআই নাসির ?

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৬১১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)র আওতাধিন রাজপাড়া থানার এএসআই নাসির যেন বেপরওয়া হয়ে আটক বানিজ্যে নেমেছেন। বার বার মহানগর গোয়েন্দা শাখায় কর্মরত থাকায় শুধু তার থানা এলাকা নয় অন্য থানা এলাকায় কয়েকজন নিয়ে ডিবি পরিচয়ে বেপরওয়া হয়ে আটক বানিজ্যে করে চলেছেন। তার এমন আটক বানিজ্যের বিষয়ে আরএমপি পুলিশের উর্ধতন কর্মকর্তারাও বিব্রত। তারাও চাচ্ছেন এমন অপরাধীর বিচার। জানা যায়, গত ২৯মে রবিবার বেলা দুইটার সময় কাশিয়াডাংগা থানা এলাকার বাগানপাড়ার উত্তম মেষপালক ক্যাথলিক গির্জার পার্শে রিক্সা যোগে যাওয়ার সময় ডিবি পুলিশ পরিচয়ে রিক্সা চালক (পূর্বে মাদক ব্যাবসায়ী) ও এক ডাক্তারকে চার বোতল ফেন্সিডিলসহ আটক করে গলির মধ্যে নিয়ে যায় এএসআই নাসিরসহ ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন। এর পরে ঘন্টা দুই এক দরকষাকষি করে ডাক্তারকে একলক্ষ পনেরো হাজার টাকা ও পূর্বের মাদক ব্যাবসায়ী গুড়িপারার ঢালান নিচপারা এলাকার হাসান এর ছেলে রিক্সা চালক মুজাম এর স্ত্রী

আরজিনার নিয়ে আসা নগদ ষাট হাজার টাকা নিয়ে রিক্সা চালক মুজামকে ছেড়ে দেয় এএসআই নাসিরসহ তার সহযোগীরা। এএসআই নাসিরকে টাকা দেয়ার সময় মুজাম এর স্ত্রীর কান্নাশুনে পাশের কাঠের দরজা,জানালা ডিজাইন করা দোকানের মালিক ও কর্মচারিরা বেরিয়ে আসলে তাদের সামনেই রিক্সা চালক মুজামকে ছেড়ে দ্রুত স্থান ত্যাগ করেন এএসআই নাসিরসহ তার সহযোগীরা।

শুধু এ ঘটনা নয় গত একমাস আগে রাত্রি নয়টার সময় নগরীর পদ্মা গার্ডেন নদীরধার এলাকায় বড়কুঠির নবাবজান এর ছেলে বাবুকে তার মটরসাইকেলের গতিরোধ করেন এএসআই নাসির সহ আরো তিনজন। মদপান করে মটরসাইকেল চালানোর অপরাধ দেখিয়ে ডিবি অফিসে নিয়ে যাওয়ার ভয় দেখায় তারা। এ সময় এএসআই নাসির তার পকেটে থাকা অনেকগুলো ইয়াবা বের করে বলে এই ইয়াবাগুলো দিয়ে তোকে মামলা দেয়া হবে। এ সময় ভুক্তভোগীর ফোনে তার স্ত্রী রুমা লাইলা চৌধুরী ঘটনাস্থলে আসলে অনেক দরকষাকষি করে ৪৮.০০০/ আটচল্লিশ হাজার টাকা নিয়ে ছেরে আসে।

শিরোইল বাসটার্মিনাল এলাকার এক ফল দোকানদার বলেন, গত ১০/১২দিন আগে ভোরে ঢাকা থেকে চাপাইনবাবগঞ্জগামী গ্রামীন ট্রাভেলস থেকে নামা দুই যাত্রীকে দুইটি মটরসাইকেল নিয়ে এসে এএসআই নাসির সহ তার সহযোগীরা তাদের হাতকড়া পরিয়ে নিয়ে বসে থাকে । প্রায় এক ঘন্টা পরে সি এনজি যোগে দুইজন ছেলে ও একজন মেয়ে এসে ৫০০টাকার বান্ডিল সম্বাবত ৫০,০০০/ পঞ্চাশ হাজার টাকা হবে সে টাকা এএসআই নাসির এর হাতে দিয়ে তাদের ছারিয়ে নিয়ে যায় তারা।

জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগ এর সভাপতি মো: নুরে ইসলাম মিলন বলেন, এক সময় পুলিশের সিভিল টিমের আটক বাণিজ্যের কারনে রাজশাহী শহরময় আতঙ্ক বিরাজ করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার জনাব আবুল কালাম আজাদ আরএমপিতে যোগদানের পর সেই সিভিল টিম নিস্কিয় করেন। যদিও সিভিলটিম করা পুলিশ হেড কোয়ার্টার থেকে কোন অনুমতি নেই, যাহা নিয়ম বহির্ভূত। এ সিভিল টিমের দ্বারা ভালো কাজ হলেও খারাপ কাজ ছিলো উল্লেখযোগ্য। যখন যাকে খুশি আটক করবে, আর অর্থ আদায় ছিলো তাদের মুল কাজ। যা এই কমিশনার মহোদয় এসে তা বন্ধ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, কনষ্টেবল হয়ে যোগদান করে দির্ঘ ১৭বছর থেকে আরএমপিতে রয়েছেন বর্তমানে এএসআই নাসির। বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখায় পোষাক ছাড়া সিভিল টিম এর নামে আটক বানিজ্যের শির্ষে রয়েছেন এই এএসআই নাসির। তার সাথে রয়েছেন কিছু নামধারী কথিত সাংবাদিকরা। তাদের ক্ষমতা বলে তার ভাব যেন এএসআই নয় তিনি কোন এসি/ডিসি।

এএসআই নাসির এর বিরুদ্ধে আনিত অভিযোগ বিষয়ে তাকে ফোন করা হলে তিনি বলেন , আমি যা করি তা আমার উর্ধতন কর্মকর্তা ওসি/এসি ও ডিসি স্যারদের নির্দেশেই করি। আপনার কোন কিছু জানার থাকলে এসি,ওসি ও ডিসি স্যারকে ফোন দিয়ে জানতে পারেন তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন।

এএসআই নাসিরের আটক বানিজ্যের বিষয়ে জিঙ্গাসা করলে রাজপারা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম বলেন, এমন কোন বিষয়ে আমার জানা নেয়। আর বাগানপাড়ার উত্তম মেষপালক ক্যাথলিক গির্জা এলাকা আমার থানা এলাকা না। যদি এএসআই নাসির ওই এলাকায় না আমার থানা এলাকায়ও এমন কোন অপরাধ করে থাকে তাকে ছাড় দেয়া যাবে না বলে জানান তিনি।

 

এ বিষয়ে রাজপারা জোনের সহকারী কমিশনার জানান ,আমি রাজধানী ঢাকায় ট্রেনিংএ আছি। এএসআই নাসির এর এমন কোন কর্মকান্ড বিষয়ে আমার জানা নেয়। তার বিরুদ্ধে পূবেরও এমন অনেক অভিযোগ পেয়েছি। প্রমান না থাকায় তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করা হয়নি। তবে তার বিরুদ্ধে এমন কোন প্রমান থাকলে আপনারা সংবাদ প্রকাশ করুন। প্রমানসহ পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।

অগামী পর্বে থাকছে এই এএসআই নাসিরের চাকুরিতে যোগদান থেকে এ পর্যন্ত অপরাধের খোলা চিঠি। সেই সাথে এক থানার ওসি,তার বডিগার্ড ও ওয়ারলেস অপারেটরের মাধ্যমে নিলাম ছাড়া গোপনে দুইটি গাড়ি বিক্রি করার তথ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991