
ইব্রাহিম খলিল, পাবনা প্রতিনিধি : নাগরিক সংগঠনের অংশগ্রহণের জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সেবার মান উন্নয়নে জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নত সেবা নিশ্চিতকরণে কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে মাজপাড়া ইউনিয়ন পরিষদ হলরুমে ‘বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি’র আয়োজনে এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কমিউনিটি সদস্যদের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শিক্ষক সমিতির সভাপতি ও নাদুরিয়া সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রইচ উদ্দিন। বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি’র প্রকল্প সমন্বয়কারী রাবেয়া খাতুন-এর সঞ্চালনায় সভায় সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন শহিদুল ইসলাম, জাতীয় আদিবাসী পরিষদের জেলা আহ্বায়ক শ্রী অর্পণ কুমার বানিয়াত, আদিবাসী শিপ্রা রানী, শিপন কুমার প্রমুখ। সভায় স্থানীয় জনগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবার মান বিষয়ে নম্বর প্রদান করেন এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা আত্মমূল্যায়ন করেন। এ সময় সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকগুলো চিহ্নিত করে একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।