ইব্রাহিম খলিল, পাবনা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়ার দেবোত্তর মডেল মসজিদের সামনে বসত বাড়িতে দিনেদুপুরে চুরির ঘটনায় আটঘরিয়া থানা পুলিশ, ৭ মাসেও কাউকে গ্রেফতার করতে পারেনি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এবিষয়ে ভুক্তভোগী পরিবার প্রেসক্লাব পাবনায় সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রধান সাবেক গ্রামীণ ব্যাংকের একদন্ত শাখার ম্যানেজার মিজানুর রহমান জানান, গত ১২ এপ্রিল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে একদন্ত ইউনিয়নের শাখা অফিসে যাই এবং আমার স্ত্রী মেয়েকে নিয়ে পাবনা শহরে যায়। সকাল ৯টা থেকে দুপুর ২ টার মধ্যে কোন এক সময় এই দুধর্ষ চুরি সংঘটিত হয়। চোরেরা দরজার তালা ভেঙে ঘরে থাকা ২০ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এবিষয়ে আটঘরিয়া থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলা নং ৪৪/২৫। উক্ত মামলার তদন্ত কর্মকর্তা এস আই আহসানুল কবির আমাকে জানান যেহেতু ভবনের মুল গেটে তালা ছিল সেহেতু বাহিরের কেউ এসে চুরি করেনি। অবশ্যই এই ভবনের কেউ করে থাকবে। পরবর্তীতে এই মামলার তদন্ত করে পাবনা র্যাব--১২। তারাও নিচ তলায় থাকা ভাড়াটিয়া সোহেল রানা ওবাড়ির মালিকের ছেলে রাব্বির সম্পৃক্ততা পেয়েছিল। এমন তথ্য আমাকে জানিয়েছেন।
আমি দু:খের সাথে বলছি অদৃশ্য কারণে উধর্বতন কর্মকর্তার নির্দেশে তদন্ত স্থগিত হয়ে যায়। ফলে দোষীরা আইনের আওতায় আসার সম্ভাবনা থাকলেও সেটা নষ্ট হয়ে যায়। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার পাওয়ার দাবি জানাচ্ছি।