ইব্রাহিম খলিল,পাবনা প্রতিনিধি:
নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছে পাবনার আটঘরিয়া উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড লেভেলের পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগণ। বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন মাঠপর্যায়ের এসব কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে অংশ নিয়েছেন। কর্মসূচির কারণে গর্ভবতী সেবা, ডেলিভারি, কিশোরী সেবা, স্যাটেলাইট সেবা, ইপিআই কার্যক্রমসহ সব ধরনের সরকারি সেবা কার্যক্রম বন্ধ রয়েছে বলে তারা জানান।
তারা আরও জানান, প্রতিবাদস্বরূপ রিপোর্ট প্রদান বন্ধ রাখা হয়েছে। আগামী ৬–১০ ডিসেম্বর পর্যন্ত “সেবা সপ্তাহ বর্জন” ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবে বলেও ঘোষণা দেন। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফিল্ড লেভেলের পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এই কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন।