সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
ঘোষনা
রাজশাহী মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ইমদাদুল হক চ্যানেল এস টিভির রাজশাহী প্রতিনিধি নিযুক্ত জনগণের আস্থা পুনরুদ্ধারে ফরিদগঞ্জে বিএনপির ব্যাপক গণসংযোগ কর্মসূচি সাহেবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণ হিউম্যান এইড কক্সবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ভাটারা থানা জিতলো জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর গ্র্যান্ড ফাইনাল ফরিদগঞ্জে বিএনপি’র গণসংযোগে জনস্রোত — ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণে লায়ন হারুনুর রশিদ লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ এর ডক্টরেট ডিগ্রি অর্জন ফরিদগঞ্জে বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ ধানের শীষের পক্ষে ঘরে ঘরে পথসভা, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস ফরিদগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত ঢাকা-১৫ আসনে শফিকুল ইসলাম মিল্টনের বিশাল শোডাউন “শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার এসআই জিয়াউর রহমান…. নীরব নায়ককে সম্মাননা দিলেন পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম” ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন বি-২১০৪ এর বর্ণাঢ্য সাংগঠনিক সভা অনুষ্ঠিত ঐক্য, শৃঙ্খলা ও কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নেতাদের দৃঢ় অঙ্গীকার ফরিদগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসকের ভূমি অফিস পরিদর্শন ফরিদগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ শাহজাদপুর রেশমবাড়ি এখন আরও সুন্দর হবে: ইউএনও কামরুজ্জামানের স্বপ্ন বাস্তবায়নের পথে* শাহজাদপুর রেশমবাড়ি এখন আরও সুন্দর হবে: ইউএনও কামরুজ্জামানের স্বপ্ন বাস্তবায়নের পথে* ফরিদগঞ্জে ধানের শীষের গণজোয়ার রূপসা দক্ষিণ ইউনিয়নে বিএনপি’র বিশাল গণমিছিল — লায়ন হারুনুর রশিদকে চাঁদপুর-০৪ আসনে একক প্রার্থী ঘোষণার দাবিতে নেতাকর্মীদের ঢল রাজশাহীতে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা শাহজাদপুরে বিশ্ব হাত ধোয়া দিবসে সচেতনতার আলো ছড়ালেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান — “পরিষ্কার হাতই সুস্থ জীবনের প্রথম শর্ত” মিরপুর রিপোর্টার্স ক্লাবের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক নেতা খান সেলিম রহমানকে বিশেষ সম্মাননা প্রদান

আদম ব্যবসার অন্তরালে প্রশাসনের নজর এরিয়ে রহিঙা নারী পাচারের রমরমা ব্যবসা করছেন কিছু অসাধু দালাল চক্র।।

প্রতিবেদক-মানজারুল ইসলাম মিলন মিয়া।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৫০০ বার পঠিত

শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দির শামসুল হক হাওলাদারের বিরুদ্ধে এমনি এক অভিযোগ করেছেন ভারত থেকে মুঠোফোনের মাধ্যমে মামুন মিয়া(২৭)নামের এক যুবক তার বাড়ি জাজিরা পৌরসভার দক্ষিন ডুবলদিয়া কাজির হাট এলাকায়। মামুন মিয়া আমাদের কে জানান ২০১৯ সালে মালয়েশিয়া বৈধ ভাবে যাবার উদ্দেশ্যে শামসুল হক হাওলাদারের কাছে আমার পাসপোর্ট জমা দেই এবং সাথে দেড় লক্ষ টাকা অগ্রীম, তার কিছু দিন পরে আমাকে জানানো হয় আমার ভিসা প্রসেসিংএর কাজ শেষ, আমাকে মালয়েশিয়া যাবার জন্য ঢাকা ডেকে আনেন শামসুল হক হাওলাদার, তারপর আমি আসার পরে আমাকে জানানো হয় বর্তমানে বাংলাদেশ এয়ারপোর্টে একটু ঝামেলা করে তোমাকে ইন্ডিয়া দিয়ে শ্রীলংকা হয়ে মালয়েশিয়া পাঠাবো আমাকে আরো জানানো হয় তোমার কোন ভয় নেই তোমার সাথে আরো একজন পুরুষ ও দু’জন মেয়েও যাবে তুমি ওঁদের সাথে চলে যাবে। আমি সরল মনে ওঁদের সাথে বাই রোডে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে বৈধভাবে প্রবেশ করি এবং কয়েকদিন অবস্থান করি তারপর ওখান থেকে ওঁদের সাথে চেন্নাই এয়ারপোর্টে শ্রীলংকার উদ্দেশ্যে গেলে ইমিগ্রেশন পুলিশ অফিসার আমাদের জিজ্ঞাসা বাদ করে তখন আমার সাথে থাকা অপর পুরুষ মাসুদ মাদবর যে ছিলো শামসুল হক হাওলাদারের মানব পাচারের সহযোগী এগিয়ে এসে পুলিশের সঙ্গে কথা বার্তা বলে এক পর্যায় পুলিশের সন্দেহ বারতে থাকলে মাসুদ মাদবর আমাকে শিখিয়ে দেয় বলবি আমরা বিবাহিত স্বামী স্ত্রী ঘুরতে যাচ্ছি আমাদের কাছে বিবাহের রেজিস্ট্রার পেপার আছে, তার শিখানো কথা অনুযায়ী কথা বলি তারপর ইন্ডিয়ান পুলিশ যাচাই বাছাই করে আমাকে জানায় এই দু’জন রোহিঙা মেয়ে এবং আমার পাসপোর্টে স্টিকার জাল ভিসা লাগানো তখন আমার বুঝতে বাকি থাকেনি আমি দালালের খপ্পরে পরেছি। সেই থেকে শুরু করে আমি টানা তিন বছর জেলখেটে এখন জামিনে কোলকাতার পুলিশ হেফাজতে ক্যাম্পে আছি আর মাসুদ মাদবর এখনো জেল খাটছে। তার কথার সত্যতা যাচাই করার জন্য তার বাবা মোবারক মোল্লার সাথে যোগাযোগ করলে সে আমাদের জানায় শামসুল হক হাওলাদার একটা বাটপার নারী পাচারকারী আমার ছেলেকে মালয়েশিয়া পাঠাবো বলে পাসপোর্ট দিয়েছিলাম শামসুল হক হাওলাদার রহিঙা মেয়ের স্বামী সাজিয়ে রহিঙা নারী পাচার করতে চেয়েছিলো মালয়েশিয়া সেই মামলায় আমার ছেলে চার বছর যাবত ভারতে আটকে আছে আমি তার বিরুদ্ধে কোর্টে মামলা করবো, তাঁদের কথার ভিত্তিতে বাংলাদেশ ক্রাইম সংবাদের প্রতিনিধি আরো অনুসন্ধান চালায় এবং সর্ব শেষ সেই মামলার কপি আমাদের হাতে আসে মামলার বিবরনে দেখা যায় শামসুল হক হাওলাদার হচ্ছে বাংলাদেশের মালয়েশিয়া পাঠানোর একটা মাধ্যম বা দালাল মাত্র তার কোন বৈধ ট্রাভেলস লাইসেন্স নেই সে অবৈধ ভাবে টুরিস্ট ভিসার মাধ্যমে বেশির ভাগ রহিঙা নারী ও পুরুষ কে মোটা অংকের টাকার বিনিময়ে বাংলাদেশী পাসপোর্ট তৈরি করে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো এবং নারীদের কে মালয়েশিয়া পাচার করে দিতো। এই রকম ভাবে কয়েক শত নারী সে পাচার করেছে এখনো করছে বলে অনুসন্ধানে জানতে পারি।এবং আমরা আরো জানতে পারি এই ঘটনার আগেও একজন রহিঙা নারী বাংলাদেশী পাসপোর্ট নিয়ে কোলকাতা এয়ারপোর্টে আটক হয় এবং সে ও জানায় শামসুল হক হাওলাদারের মাধ্যমে সে পাসপোর্ট ভিসা সংগ্রহ করেছে এবং মালয়েশিয়া যাবার উদ্দেশ্য ইন্ডিয়া গিয়েছিল তার নাম সেলি আকতার BD-PPT, No BY 0222438 পরে শামসুল হক হাওলাদার কে মুল আসামী করে কোলকাতা ইমিগ্রেশন পুলিশ মামলা করে। মামুন মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী চেন্নাই ইমিগ্রেশন পুলিশের দেওয়া মামলার নথি ঘেটে আমরা জানতে পারি শামসুল হক হাওলাদার কে বাংলাদেশের মুল এজেন্ট করে মাসুদ মাদবর ও কে আসমী করে দুই অপ্রাপ্ত বয়স্ক রহিঙা নারী পাচারের দায়ে অভিযুক্ত করে এবং মামুন মিয়া কে অবৈধ ভিসার জন্য আসামী করে মামলা করে। মামলার বিবরণে আরো জানা যায় ওই পাচারকৃত রহিঙা নারীদের নাম ও ঠিকানা, ১/জেসমিন আক্তার কাজল(১৭) যাঁর প্রকৃত ঠিকানা উখিয়া রহিঙা ক্যাম্প কক্সবাজার! যাঁর কাছে ছিলো বাংলাদেশী পাসপোর্ট তার নাম্বার হলো-BD PPT NO, -EA0031407 অপর রহিঙা নারীর নাম তানিশা আক্তার(১৭) যাঁর প্রকৃত ঠিকানা বালুখালী রহিঙা ক্যাম্প কক্সবাজার যাঁর বাংলাদেশী পাসপোর্ট নাম্বার হচ্ছে BD-PPT,NO-BT0083672 মামলার বিবরণ অনুযায়ী আসামীদের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনালকোড S2- Airport-PS CR No – 79/2019 U/S 419 420 465 468 471 370,IPS ধারায় এবং -25/07/2019-09.00 Hrs তারিখে মামলা চুরান্ত করা হয়। এবং শামসুল হক হাওলাদারের অস্থায়ী ঠিকানা শান্তিধারা ভুইঘর ফতুল্লা R/O RS 26 দেখানো হয় এবং স্থায়ী ঠিকানা বিলাশপুর- মুলাই বেপারীর কান্দি-বুধাইরহাট- জাজিরা শরীয়তপুর-CT- 01718117037 দেখানো হয়। সর্ব শেষ আমরা জানতে পারি ওই রহিঙা নারীদের কে ইন্ডিয়ান পুলিশ বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991