ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:
“১৬ বছরের দুঃশাসনে যেমন আপনাদের পাশে ছিলাম, ঠিক তেমনি আগামী নির্বাচনে আপনাদের পাশে থাকবো। মিরপুরের মাটি ও মানুষের কথা বুঝতে পারে শুধু মিরপুরের মানুষ, বাইরের কেউ নয়”— এমন মন্তব্য করেছেন দারুস সালাম থানা বিএনপির আহবায়ক ও ২০১৮ সালের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ঢাকা-১৪ আসনের প্রার্থী এস এ সিদ্দিক সাজু।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
এ সময় এস এ সিদ্দিক সাজু বলেন, “আমরা যারা এই এলাকার সন্তান, আমরা আজীবন মিরপুরবাসীর কল্যাণে নিবেদিত প্রাণ। জনগণের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আমি সবসময় আপনাদের সঙ্গে আছি, থাকবো।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, “সপ্তাহের সাত দিন আমরা জনগণের পাশে আছি। মিরপুরবাসী এমন নেতাকেই চায়, যারা সুখে-দুঃখে তাদের পাশে থাকবে। বিএনপি সবসময় এস এ খালেক ও তার পরিবারের প্রতি ভালোবাসা দেখিয়েছে। ধানের শীষের পক্ষে আমরা বৃহত্তর মিরপুরে নিরলসভাবে কাজ করেছি। তাই ঢাকা-১৪ আসনের মানুষ মিরপুরেরই একজন সন্তানকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়।”
লিফলেট বিতরণ মিছিলটি হযরত শাহ্আলী বাগদাদী (রহ.) মাজারের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-১৪ আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিরপুর ২ নম্বর স্টেডিয়ামের ভিআইপি গেটে এসে শেষ হয়।
পুরো মিছিল জুড়ে দলের নেতাকর্মীরা ৩১ দফার লিফলেট বিতরণ করে জনগণের মধ্যে বিএনপির রাজনৈতিক বার্তা পৌঁছে দেন।
এসময় মিছিলটিতে এস এ সিদ্দিক সাজুর নেতৃত্বে উপস্থিত ছিলেন মিরপুর, শাহ্আলী, দারুসসালাম, রূপনগর (আংশিক), কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।