সংবাদদাতা: মো. রুবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া, ২১/১০/২০২৫ইং ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজার এবং পুরাতন বাঁশ বাজারের ইজারা বাতিলের দাবিতে আজ এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে আনন্দবাজারের সিনিয়র সহ-সভাপতি জনাব আবু কালাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এই গুরুত্বপূর্ণ স্থানে একটি ট্রাক লোড-আনলোড টার্মিনাল স্থাপনের দাবি জানিয়ে আসছি। পৌরসভা এই বিষয়ে অবগত থাকা সত্ত্বেও, সম্প্রতি আমরা গোপন সূত্রে জানতে পেরেছি যে জায়গাটি ইজারা দেওয়া হয়েছে। এই অন্যায় ইজারা বাতিলের দাবিতেই আমাদের আজকের এই সমাবেশ ও মানববন্ধন।” তিনি আরও উল্লেখ করেন যে, আনন্দবাজার একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী বাজার, এবং বাজারের কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীরা সর্বসম্মতিক্রমে এই ইজারা বাতিলের দাবি জানিয়েছেন।
আনন্দবাজার মৎস্য ও শুঁটকি মহলের যুগ্ম সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে অতীতের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে একাধিকবার আলোচনা সভায় আমাদের সমস্যার কথা তুলে ধরেছি। সে সময় আমাদের বারবার আশ্বস্ত করা হয়েছিল যে ট্রাক লোড-আনলোডের জন্য একটি টার্মিনাল করে দেওয়া হবে। এমনকি বাঁশ বাজার সরিয়ে আমাদের জন্য একটি টার্মিনাল তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল।” তিনি আরও জানান যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি পাইকারি বাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহ করা হয়, যা এই টার্মিনালের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তোলে।
বক্তারা সম্মিলিতভাবে এই ইজারা বাতিল করে অবিলম্বে ব্যবসায়ীদের জন্য একটি আধুনিক ট্রাক টার্মিনাল তৈরির জোর দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তাঁদের এই যৌক্তিক দাবি দ্রুত মেনে নেওয়া না হয়, তাহলে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে রাজপথে নামতে বাধ্য হবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন।