ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টার:
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগলেও গত রোববার হঠাৎ শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাঁর চিকিৎসায় নিয়োজিত রয়েছেন।
চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশেই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই আপোষহীন নেত্রীর সুস্থতা কামনায় বিভিন্ন রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠনও দোয়ার আয়োজন করছেন।
এরই ধারাবাহিকতায় মিরপুর থানার আওতাধীন ৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার (৩রা ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মিরপুর থানার আওতাধীন ৭ নং ওয়ার্ডে আয়োজিত এ মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
মাহফিলে চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের নেতৃত্ব দিতে পারেন—এমন প্রার্থনাও করা হয়।
এ সময় মিরপুর থানার আওতাধীন ৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুন্সী বজলুল বাছিদ আঞ্জু।এছাড়াও মিরপুর থানা যুবদলের আহ্বায়ক শাকিল মোল্লা সহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ কৃষকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।