মোঃ কবির হোসেন স্টাফ রিপোর্টার চাঁদপুর
লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ব্রাহ্মণপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। আপন চাচার হাতে প্রাণ হারালেন মেধাবী ছাত্র মোঃ সানোয়ার হোসেন (২২)। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে।
পারিবারিক বিরোধের জেরে নির্মম খুন
স্থানীয়রা জানান, চাচা কামাল হোসেনের (৫০)সঙ্গে ভাতিজা সানোয়ারের পরিবারের দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব চলছিল। এ বিরোধের সূত্র ধরে শনিবার দুপুরে তর্ক-বিতর্কের এক পর্যায়ে কামাল হোসেন ধারালো খনতি দিয়ে সানোয়ারকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের আহাজারি, সন্তানের কান্নায় ভারী পরিবেশ
নিহত সানোয়ার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার একজন মেধাবী ছাত্র ছিলেন। তরুণ বয়সে তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রামগঞ্জ থানার সামনে নিহতের স্ত্রীর আহাজারি এবং ফুটফুটে ছোট্ট সন্তানের কান্নায় উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। এলাকাবাসী জানান, একজন তরুণকে এভাবে জীবন থেকে ছিটকে ফেলা শুধু পরিবার নয়, পুরো সমাজের জন্যই অপূরণীয় ক্ষতি।
পুলিশি অভিযান ও আটক
খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে হেফাজতে নেয়া হয়েছে। বর্তমানে তারা থানায় জিজ্ঞাসাবাদে রয়েছেন। রামগঞ্জ থানার ওসি জানান, “ঘটনাটি তদন্তাধীন। প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।”
এলাকায় উত্তেজনা
এ হত্যাকাণ্ডের পর থেকে পুরো ব্রাহ্মণপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শোকাহত গ্রামবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।