স্টাফ রিপোর্টারঃ মোঃ নেছার উদ্দিন
বরগুনার আমতলীতে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খুড়িয়ার খেয়াঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ওই বৃদ্ধকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাকে দেখে কেউ কেউ মানসিক ভারসাম্যহীন মনে করেছিলেন। বিকেলে সড়কের পাশের পুকুরে তার লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে আমতলী থানা পুলিশ বিকাল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে হঠাৎ অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।