স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলায় বাংলাদেশ জমিয়াতের হিজবুল্লাহর উদ্যোগে এক বিশাল আনন্দ র্যালি আয়োজন করা হয়। র্যালি আমতলী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। আনন্দ র্যালিতে অংশগ্রহণকারীরা রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবনী থেকে শিক্ষা গ্রহণ ও ইসলামী আদর্শে সমাজ গঠনের আহ্বান জানান। র্যালি শেষে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন পর আমতলীতে এত বড় পরিসরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে র্যালি অনুষ্ঠিত হলো। এতে ধর্মীয় পরিবেশ আরও সমুন্নত হয়েছে।