
মোঃ নেছার উদ্দিন স্টাফ রিপোর্টার:-
বরগুনার আমতলী উপজেলায় সাংবাদিকদের পেশাগত ঐক্য, নৈতিক সাংবাদিকতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্য নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব আমতলী উপজেলা শাখার আত্মপ্রকাশ ঘটেছে।
গত সোমবার আমতলীতে এক সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। একইসঙ্গে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে দৈনিক বাংলাদেশ খবর-এর আমতলী প্রতিনিধি এস এম সুমন রশিদকে সভাপতি এবং মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের সময়-এর প্রতিনিধি মো. মাহবুব খান ও দৈনিক ভোরের দর্পণ-এর প্রতিনিধি মো. রাজিব মৃধা,
দৈনিক আজকের বাংলা-এর প্রতিনিধি মোঃ মানাফি ইসলাম নাজমুল সাংগঠনিক সম্পাদক, দৈনিক বাংলার আলো নিউজ-এর প্রতিনিধি মোঃ রেদোওয়ান প্রচার সম্পাদক, দৈনিক কাগজের ডাক -এর প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা সোহেল কোষাধ্যক্ষ, দৈনিক এশিয়ান টিভি-এর প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম নির্বাহী সদস্য, দৈনিক সংবাদ বরিশাল-এর প্রতিনিধি এবায়দুল হক তুহিন নির্বাহী সদস্য, দৈনিক এশিয়ান টিভি-এর প্রতিনিধি মোঃ ইলিয়াস খান নির্বাহী সদস্য, দৈনিক বাংলাদেশ প্রতিনিয়ত-এর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান নির্বাহী সদস্য,
সভায় বক্তারা বলেন, আমতলীতে বাংলাদেশ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমাজের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখা ও সততার আদর্শ লালিত এই সংগঠনের মূল লক্ষ্য। তারা আরও বলেন,বাংলাদেশ প্রেসক্লাবটি অরাজনৈতিক ও গণমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন থাকবে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন এবং বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমতলীতে সাংবাদিকতার মান আরও উন্নত করা সম্ভব হবে।