মোঃ নেছার উদ্দিন স্টাফ রিপোর্টার,
বরগুনার আমতলী ফেরিঘাট সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা যাত্রীবিহীন একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ফেরিঘাটের পাশে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা পটুয়াখালী-ব-১১-০০৪৬ নম্বরের স্বর্ণা পরিবহন বাসটিতে গভীর রাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। স্থানীয়দের খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির ভেতরের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় পুলিশের বরাতে জানা যায়—
মো. আতাউর রহমান রাসেল (২৯)
পিতা— আল আমিন খান, সাং— বৈঠাঘাটা
(সহসভাপতি, আমতলী উপজেলা ছাত্রলীগ),মো. পারভেজ খান (২৮)
পিতা— মো. হাসন আলী খান, সাং— ০১ নং ওয়ার্ড, গুলিসাখালী ইউনিয়ন
(যুগ্ম আহ্বায়ক, আমতলী উপজেলা ছাত্রলীগ),মো. তন্ময় গাজী (৩৩)
পিতা— মো. হিমু গাজী, সাং— আমতলী পৌরসভা ৮ নং ওয়ার্ড
(আমতলী পৌর যুবলীগ সদস্য)
তার বিরুদ্ধে মাদক ও চুরি–সহ মোট ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।,মো. কাওছার আহমেদ রনি (৩৩)
পিতা— মো. আতিকুর রহমান ডাকুয়া, সাং— সবুজবাগ ৫ নং ওয়ার্ড, আমতলী পৌরসভা
(আমতলী পৌর ছাত্রলীগের সাবেক সদস্য),মোঃ ছগির মল্লিক (২৩)
পিতা— মো. দেলোয়ার মল্লিক, সাং— পাতাকাটা ৪ নং ওয়ার্ড
(সাবেক ছাত্রলীগ কর্মী)
তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ দুইটি মামলা রয়েছে।
আমতলী থানার কর্মকর্তা(ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, “ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
বাস মালিকপক্ষ জানায়, হঠাৎ অগ্নিসংযোগের ঘটনায় তারা আতঙ্কিত। বাসটি রাতের বেলা ফেরিঘাটে পার্কিং অবস্থায় ছিল।
পুলিশ বলেছে, অগ্নিসংযোগের উদ্দেশ্য ও পেছনে কোনো সংঘবদ্ধ চক্র আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।