 
																
								
                                    
									
                                 
							
							 
                    
স্টাফ রিপোর্টারঃ
আজ সকাল ১০.০০ টায় আরএমপি ট্রেনিং স্কুলে সপ্তাহব্যাপী এসআইদের ২৬তম “সিডিএমএস কোর্স” এবং এএসআই ও কনস্টেবলদের “বেসিক ইন্টেলিজেন্স কোর্স” ৩য় ব্যাচ ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে আরএমপি’র সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্স দুটির উদ্বোধন করেন। তিনি কোর্সের গুরুত্বারোপ করে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) জনাব মোঃ সাইফুদ্দিন শাহীন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ গোলাম রুহুল কুদ্দুস সহ প্রশিক্ষণার্থীবৃন্দ।