মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রেশন স্টোরের ২০২৫–২৬ অর্থবছরের টেন্ডার সিডিউল বিক্রয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়সীমায় আবেদন করার পরও সিডিউল সংগ্রহে বাধার মুখে পড়েছেন বেশ কয়েকজন ঠিকাদার। এই অভিযোগ নিয়ে পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন বাঁধন অ্যান্ড বর্ন এন্টারপ্রাইজ-এর কর্ণধার মো. বাদশা আলী।
বাদশা আলীর বক্তব্য, ৩০ নভেম্বর তিনি নিয়ম মেনে আবেদন করলেও রেশন স্টোর অফিসের দায়িত্বশীলদের টালবাহানার কারণে সিডিউল সংগ্রহ করতে পারেননি। প্রথমে অফিস থেকে জানানো হয় ২ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত সিডিউল বিক্রি চলবে। পরে আবার বলা হয় সময়সীমা পেরিয়ে গেছে, তাই আর সিডিউল দেওয়া সম্ভব নয়। শুধু তিনি নন, এশা এন্টারপ্রাইজ-এর মো. কাজল হোসেনসহ আরও কয়েকজন ঠিকাদার একই ভোগান্তির শিকার হয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, সিডিউল বিক্রয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা নিয়মিত সময়ে অফিসে থাকেন না এবং বিভিন্ন অজুহাতে সিডিউল সরবরাহে গড়িমসি করেন। এতে একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগকারীদের দাবি। এর ফলে রেশন স্টোরের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ অবস্থায় বাদশা আলী ২ ডিসেম্বরের সিডিউল বিক্রি বাতিল করে পুনরায় সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি সকল ঠিকাদারের জন্য সমান সুযোগ নিশ্চিত করা ও অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।
এ নিয়ে জানতে চাইলে আরএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) এবং মুখপাত্র মো. গাজিউর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং সকল ঠিকাদারের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই তাদের লক্ষ্য।