
মোঃ ইসমাইল হোসেন নবী সিনিয়র রিপোর্টার,রাজশাহী।
মাদক কে না বলি খেলাধুলায় মাঠে ফিরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী দুর্গাপুর ২ নং কিসমত গনকৈড় ইউনিয়ন রাতুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।
শুক্রবার( ১২ ডিসেম্বর) রাতুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩,৩০ মিনিটে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়, ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন জামগ্রাম স্পোর্টিং ক্লাব এবং নান্দীগ্রাম শাপলা স্পোর্টিং ক্লাব।খেলায় জামগ্রাম স্পোর্টিং ক্লাব কে ১ গোলের ব্যবধানে পরাজিত করেন নান্দীগ্রাম শাপলা স্পোর্টিং ক্লাব। খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ ( পুঠিয়া -দুর্গাপুর ) বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বেলাল হোসেন( মা মটরস) তাহেরপুর, রাজশাহী। আসাদুল্লাহ আল গালিব দ্যা অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী। খেলাটি সম্পন্ন পরিচালনা করেন মোঃ রবিউল ইসলাম,(ছাত্রদল নেতা) রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রী কলেজ। আরো উপস্থিত ছিলেন ২নং কিসমত গনকৈড় ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলিম সরকার, সাধারণ সম্পাদক জমির উদ্দিন,২ নং কিসমত গনকৈড় ইউনিয়ন।