এস কে ইয়াছিন সিনিয়র স্টাফ রিপোর্টার
তিনি শুধু একজন সম্পাদক বা প্রতিষ্ঠাতা নন, বরং সাংবাদিক সমাজের এক অনন্য প্রেরণার প্রতীক। আমরা সবাই তাঁর সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি।
🕊️ আল্লাহ পাক যেন তাঁকে শারীরিক ও মানসিকভাবে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় আগের মতো কর্মপ্রাণভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনেন — আমিন।
🤲সকলের দোয়া কামনা করছি 🤲
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত এবং দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদকন মাতৃ জগত টিভি চেয়ারম্যান খান সেলিম রহমান গুরুতর অসুস্থ।আসসালামু আলাইকুম
প্রিয় ফেসবুক বন্ধুরা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি…..
🌿 আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মানুষটির নাম খান সেলিম রহমান 🌿
তিনি নির্যাতিত সাংবাদিকদের পাশে থেকে সকল প্রকার সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তিনি এমন একজন মানুষ, যিনি সবার মাথার উপরে ছায়া হয়ে আছেন — ঠিক এক বটগাছের মতো।
যতটুকু আমরা জানি, কিংবা যতটুকু জানতে পেরেছি, তিনি সবার বিপদের বন্ধু। আজ পর্যন্ত তার মাধ্যমে কারো বিন্দুমাত্র ক্ষতির কোনো নজির পাওয়া যায়নি।
মানুষ এখন ফেসবুকের মাধ্যমে ভালো-মন্দ সবকিছু জানতে পারে, কিন্তু তার ক্ষেত্রে কোথাও আপনি একটি মাইনাস নজিরও পাবেন না। বরং তার প্রশংসা ছড়িয়ে আছে সর্বত্র।
তিনি অনেকের জন্যই অনেক ভালো কাজ করেছেন। যারাই তার কাছে কোনো সমস্যা নিয়ে গিয়েছেন, কেউই কখনো খালি হাতে ফিরে আসেননি।
তিনি এমন একজন মানুষ, যাকে আলাদা করে প্রশংসা করার কিছুই নেই — কারণ তিনি নিজেই এক জীবন্ত প্রশংসা!
এখনকার যুগে মানবিকতা, সহমর্মিতা আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মনোভাব যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু এই মানুষটার মধ্যে সেই সব গুণ পরিপূর্ণভাবে বিদ্যমান।
তিনি যতটুকু পারেন, যে স্থান থেকেই পারেন, যেভাবেই পারেন — সব সময় মানুষের পাশে দাঁড়ান।
একটি বটগাছের মতো মানুষকে ছায়া দিয়ে রাখেন, আশ্রয় দেন, শান্তি দেন।
🤲 সবাই দোয়া করবেন —
মহান আল্লাহ পাক যেন এই মানুষটিকে দীর্ঘজীবী ও সুস্থ রাখেন,
এবং বটগাছের মতো আমাদের সবার পাশে থাকার তৌফিক দান করেন। 🌸
সবাই দোয়া করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে অতি দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন—আমিন 🤲