
মোঃ রাশেদ আল শাহরিয়া
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ পৃথক দুটি অভিযানে মোট ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ নভেম্বর ২০২৫) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৪০ মিনিটে আশুগঞ্জ থানার একটি বিশেষ টিম সোনারামপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নীল রঙের পিকআপ তল্লাশি করে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় দফা অভিযানে চরচরিতলা ইউনিয়নের গুল চত্ত্বর এলাকায় একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এতে আরও ৫ কেজি গাঁজা উদ্ধারসহ মোটরসাইকেলটি জব্দ ও একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোঃ হান্নান মিয়া ও মোহাম্মদ রাজিব মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরিচয়
১. মোঃ হান্নান মিয়া (৩৮)
পিতা: মৃত নুরুল ইসলাম
সাং: চরসুরি, দৌলতখান, ভোলা
২. মোহাম্মদ বিলাল হোসেন (৩২)
পিতা: মোঃ কাশেম হোসেন
সাং: ছোট ধলী, দৌলতখান, ভোলা
৩. মোঃ রাজিব মিয়া
পিতা: মৃত মতি মিয়া
সাং: কাউরিয়া পাড়া, নরসিংদী সদর, নরসিংদী
এই ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।