
মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজা ও ০৫ (পাঁচ)বোতল HUNTER BEER সহ ০২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর)আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আড়াইসিধা ইউনিয়নের বাঘমারা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ গাড়ী উদ্ধার করা হয় এবং অপর এক অভিযানে অত্র থানাধীন চরচারতলা এলাকা হতে ০৫ (পাঁচ)বোতল HUNTER BEER সহ ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ১ নং আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ সাধুরগোলা এলাকার মোঃ আজগর আহমদ এর ছেলে মোঃ জাকির হোসেন (৩১) ও বরিশাল জেলার আগৈলঝাড়া বারপাইকা এলাকার শ্রী সুবল মুহুরীর ছেলে শ্রী আকাশ মুহুরী (২০)।এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় ২ টি মাদক মামলা রুজু হয়েছে।