
মোঃ বকুল মিয়া
ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশ কর্তৃক ৮০ (আশি) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
আজ সকালে (২৬ অক্টোবর)আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন আশুগঞ্জ গোলচত্বরের পাশ হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৮০ (আশি) কেজি গাঁজা, ২০ বস্তা ধানের তূষ ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন কুমিল্লা ব্রাহ্মণপাড়া
জামতলী এলাকার মোঃ আমির হোসেন এর ছেলে । মোঃ সজিব (২৪) ও মিরপুর এলাকার মোঃ কালু মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া(৩০)।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।