জাহাঙ্গীর আলম
(ক্রাইম রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
আজ ৩০/১০/২০২৫ খ্রি. তারিখ সকাল ০৯:১০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি সিলভার রংয়ের মাইক্রোবাস আটক করে। মাইক্রোবাসে তল্লাশী করে ০৩ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ৭৮৫ টি বাক্সে ৭,৮৫০ টি প্যাকেটে ১,৫৭,০০০ টি বিভিন্ন ব্রান্ডের সিগারেটের শলাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। মোঃ সামিউল ইসলাম প্রকাশ সুজন (২০)
পিতা- শাহিদুল ইসলাম
মাতা-মনোয়ারা বেগম
সাং- ইসলাম নগর
২। মোঃ সাগর আলী (৪০)
পিতা- আব্দুল জব্বার
মাতা-রাবেয়া খাতুন
সাং- বড়উলিয়া
উভয় থানা- আশুলিয়া
জেলা-ঢাকা
৩। মোঃ ফজলুল হক (৩২)
পিতা- মৃত খোরশেদ আলম
মাতা- মৃত মর্জিনা আক্তার
সাং-১৮৫/৪/এ খিলগাঁও তিলপা পাড়া
থানা-খিলগাঁও, ডিএমপি ঢাকা।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় ১ টি নিয়মিত মামলা রুজু হয়েছে।