মো: রুবেল মিয়া সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা পলিশের বিশেষ অভিযানে (পাঁচশত-পঁচাশি)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার/০১ মাদক কারবারী গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামিদের নাম ঠিকানা।১/নাদিরা বেগম (২৮)পিতা-মো:নায়েব আলী মাতা-আয়েশা বেগম স্বামী -বশির মিয়া গ্রাম -কসবা জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
আজ ০২/১২/২০২৫ খ্রি. দুপুর ১৪:২৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে অত্র থানাধীন টোলপ্লাজা এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৫৮৫ (পাঁচশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আশুগঞ্জ টুল প্লাজা এলাকাবাসী বলেন, দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে মাদক ব্যবসা করে যাচ্ছে, গোপন সূত্রে জানা যায়, এদের সাথে বড় একটা সিন্ডিকেট রয়েছে, মাদক বড় ব্যবসায়িক তারা ধরাছোঁয়ার বাহিরে থাকে, কয়েক হাজার টাকার বিনিময়ে এই মাদক আনা নেওয়া করছে।বড় মাপের মাদক ব্যবসায়িক কে যদি না দমানো যাই,,তা আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাবে।অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করা হোক, এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি জানাচ্ছি।
আশুগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।