জাহাঙ্গীর আলম
ক্রাইম রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া
আজ ২৭/১০/২০২৫ খ্রি. তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ০১ নং সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারের আরোহীদের হেফাজত হতে ক) ০১টি বিদেশী AUTO CAL-7.65 m/m পিস্তল, খ) ০২টি পিস্তলের ম্যাগাজিন সহ ৩০(ত্রিশ) রাউন্ড গুলি, গ) ১১৫ (একশত পনের) কেজি গাঁজা, ঘ) ১২ ক্যান বিদেশী বিয়ার, ঙ) ০৬ (ছয়) বোতল EXCLUSIVE PREMIUM WHISKY উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের নাম ও ঠিকানা:
১। ইসহাক হাছান (২৩)
পিতা- আতাউর রহমান প্রকাশ লিটন
মাতা- দিলরুবা আক্তার
সাং-রামনগর হাটি(মৃধাবাড়ী)
থানা-রায়পুরা
২। সুমন মিয়া(৩৮)
পিতা- মৃত আবুল হাসেম
মাতা- হালিমা বেগম
সাং-চক্রধা (দক্ষিণপাড়া)
থানা- শিবপুর
উভয় জেলা- নরসিংদী।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানা য় মাদক এবং অস্ত্র আইনে পৃথক দুইটি নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে এদের মাস্টারমাইন গডফাদার নাম বেরিয়ে আসবে