আমার বাবা মোঃ জালাল হাওলাদার জাতিয়তাবাদী দলের রুপনগর থানার ৯২ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ছিলেন, বর্তমান কমিটিতে তার জায়গা হয়নি, কিন্ত গত ৩০ বছর বিএনপির রাজনীতি করেছে সাবেক মহানগর উত্তর বিএনপির সদস্য আমজাদ হোসেন মোল্লার সাহেবের সাথে, গত ১৭/১৮ বছর হাসিনার দুঃশাসনের আমলে বহু নির্যাতিত হয়েছে, মামলা হামলার শিকার হইয়েছেন আমার বাবা, আমজাদ মোল্লার কাকার সাথেই ছিলো, এই দুয়ারীপারায় ছিলো, আমার বাবার চিকিৎসার জন্য রুপনগর থানার সকলে দয়া করে একটি উদ্বেগ নিবেন , আমি রুপনগর থানার সকল নেতা কর্মিদের অনুরুধ করবো আপনারা এগিয়ে আসুন আমার বাবা আপনাদের জাতিয়তাবাদী দলের পরিবারের ভাই, তার অসুস্থতার ব্যাপার টা আপনারা বিএনপির হাইকমান্ড সহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে দয়া করে জানাবেন, আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাস্টনায়ক তারেক রহমান সাহেব কে দয়া করে আমার বাবার অসুস্থতার কথা জানান । আমার বাবার জন্য সবাই সাহায্যের হাত বারিয়ে দেন, আমার বাবাকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিতে সাহায্য করেন । আমার বাবার জন্য এক একটা দিন খুবই মূল্যবান,, দয়া করে সাহায্য করেন🙏🙏🙏🙏🙏🙏
আমার বাবার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি এবং নতুন করে আবার লিভার জন্ডিস নিউমোনিয়া ব্লাড ইনফেকশন এই সবকিছু মিলিয়ে একটি ভাইরাস আক্রান্ত হয়েছে,২৪ ঘন্টা অক্সিজেন দিয়ে রাখতে হয় এবং এই চিকিৎসা অনেক ব্যয়গুলো বলে ডক্টর জানিয়েছেন , ডক্টর বলেছেব যত দ্রুত সম্ভব হসপিটালে ভর্তি করাতে,,তা না হলে শারীরিক অবস্থা আরো আশঙ্কা জনক হয়ে উঠতে পারে,,,
দয়া করে আমার বাবাকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন,,,, আপনাদের ভাইকে বাঁচান ,,, আমাদের পরিবারের পক্ষে এত ব্যয়বহুল চিকিৎসা বহন করা সম্ভব হয়ে উঠতেছে না, ইতিমধ্যে আমরা আড়াই থেকে তিন লক্ষ টাকার অধিক চিকিৎসার পিছনে খরচ করেছি ,, আপনারা সবাই বাবার চিকিৎসা জন্য এগিয়ে আসুন আমাদের পাশে দাড়ান,,,
যোগাযোগের ঠিকানা মিরপুর রুপনগর দুয়ারীপাড়া,,
ফোন নাম্বার 01712674710 বিকাশ/নগদ
দয়া করে পোস্টটি শেয়ার করবেন,, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া একটি শেয়ার একটু সহযোগিতা আমার বাবাকে সুস্থ করে আমাদের পরিবারের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ,,