শারমিন আরা ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কৃতি সন্তান ও উদীয়মান নারী ক্রিকেটার জুয়াইরিয়া ফেরদৌস জয়ীতা জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলে। ঝিনাইদহের ক্রিকেট ইতিহাসে এই প্রথম কোনো নারী ক্রিকেটারের জাতীয় দলে ডাক পাওয়ার মধ্য দিয়ে তিনি রচনা করলেন নতুন ইতিহাস।
মেধা, কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির বলে জয়ীতা এখন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায়। ঝিনাইদহে আগে কখনো কোনো নারী ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাননি—তাই তার অর্জন এখন পুরো জেলার গর্ব।
ঝিনাইদহ শহরের কাঞ্চন নগরের এই অদম্য তরুণী পড়াশোনা এবং খেলাধুলা—দুই ক্ষেত্রেই সমান দক্ষ। তিনি ফজর আলী স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে বর্তমানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
জয়ীতা হলেন ঝিনাইদহ জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ ও প্রমীলা ক্রিকেটার সুরাইয়া বেগমের কন্যা। মায়ের উৎসাহ ও অনুপ্রেরণাই তাকে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আকৃষ্ট করেছে।
এলাকাবাসীর প্রত্যাশা—জুয়াইরিয়া ফেরদৌস জয়ীতা তার পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ নারী দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং দেশের গৌরব বৃদ্ধি করবেন।
সাবাস জয়ীতা! এগিয়ে যাও—পুরো বাংলাদেশ তোমার সঙ্গেই আছে!