
বাংলাদেশ পুলিশের সকল পদবীর পুলিশ সদস্যদের পদমর্যাদাভিওিক ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক নির্ধারিত মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম অব্যহত আছে।
অদ্য ইং ০৬/০৫/২০২৩ খ্রিঃ তারিখ বেলা ১০.০০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে দক্ষতা উন্নয়ন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অত্র ইউনিটের ৩৫ জন নারী ও পুরুষ কনস্টেবল পদবীর পুলিশ সদস্য ১০ম ব্যাচের দক্ষতা উন্নয়ন কোর্সে অংশগ্রহণ করছেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অত্র ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকগণ ও কোর্স পরিচালনাকারী প্রশিক্ষকগণ এবং অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার সকল প্রশিক্ষক ও নবীণ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য দিক- নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রশিক্ষকগণ রুটিন অনুযায়ী প্রথম দিনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।