 
																
								
                                    
									
                                 
							
							 
                    
বাকিরুল ইসলাম জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় আলেক আলী (৩৫) নামে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার (৯ এপ্রিল) ভোর রাতে উপজেলার পৌর শহরের মৌজাজাল্লা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত সুরুজ মেম্বারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আলেক আলী তার স্ত্রী সাথে ঝগড়া করে শুক্রবার রাতে বসত ঘরে ঘুমায়। আজ সকালে তার বসত ঘরের ধর্নার সঙ্গে ঝুলতে দেখে থানা পুলিশে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।